আমরা তেমন কেউ নই
দু'পাতা ইচ্ছে বোধে
দু'পাতা যাপন লিখে থাকি


আকাশের গলায় আটকে যাওয়া আকণ্ঠ চাঁদ
ছাড়া আমাদের তেমন কোনো নিসর্গ নেই
ঝিঁঝিঁর সি-সার্পে বেজে ওঠা ঝিঁঞ্জন ছাড়া
তেমন কোনো বিষাদসন্দর্ভ  !


শুধু ফাল্গুন হাওয়া হঠাৎ করে বেড়াতে এলে
জিজ্ঞেস করিঃ কেমন আছেন রূপসায়রের ঈশ্বরবাবু ?
তাকে বলো, একবার যেন ঘুরে যায়


রাত্রি নক্ষত্রের নীচে
এই ফিনকি ঠেক আমাদের
শাঁসের গিঁট কিম্বা নৈঃশব্দের প্যাঁচ খুলে
এই যে অনু জীবনের বহতা ছলাৎ
আসুন, এসব চুমুকে পান করি