পিছলভুক-২৮


এমন করে নিয়ে গেলে। যাচ্ছ। 
এমন সব কুসুম চয়ন 
রেখে দিলে উঁচু উঁচু ডালে 
দেবী আঁকা দৈবের পাশে 
মে-বি মর্জির সূক্ষ্ম সুতোয় 
এমন ভাবে
বুনে তুলছ আলো ! 
কোনোদিন  দেখা হল না অনেকদিনের 
ওই ঝলমলে গেহ
শুধু অন্ধ অন্ধ
আকারগুলি,হাহাকারগুলি অনেকদিনের
মাঝদরিয়ার হ্লাদিনী
দীনদরিয়ার পাগল
শুষে নেয় আরো আরো মদ্যের তরল তিমির 
যেন কেউ তিমিরবরণ কেউ
যেন কেউ অহং কৌটোর জং
খুচরো পয়সার মতো বাজিয়ে গেল


ত থেকে তল তরুর ছায়া
ম থেকে মন মেরু'র ছলাৎ


মনে রেখো...তাকে...


মনে রেখো....