এই শরীরে সারাদিন মরু ডাকছে


ধরে নাও
তনহা- তরী থেকে
সেই তো বৃত্তময় ভ্রাম্যমান


গুমশুম পর্ণমোচীর
বেদন গাইছে
ভাঙা হাটে


কি থেকে কিসের
রেণু লাগে ভাবি
কতোটা চিত্রল,  ভাবি


রোজদিনে মাত্রার মেরু থাকে না
সরলরেখা -বিশ্বাস থাকে না


ওহো অথই সাঁঝের বিথোভেন
আপনি কি পিয়ানোর ঐক্য শরীর !  
না কি ক্রিয়া ক্রিয়া কুসুমে
তবু কে অ্যাতো কব্জিটান


কে অ্যাতো মুদ্রিত


                           তরলে,  তন্তুতে


যখন ক্লু দিচ্ছে
পেয়ালা-পিছল


                ছলবাগান


তখন এই আতর 
খুলে বসা 


জীবনের এক পাঁইট !