তলান্ন, এই তরঙ্গপ্রাণ-২০


তুমি আছ পর্ণমোচীর একমনে 
আর আছে 
মিয়া এক রাগসারি স্তিমিত  মহ্লারে
নিশ্চিত বিন্দু থেকে তুমি যার
সন্ধের পলক কুড়িয়ে নাও 
মরু-প্রতিম
তারও  শূন্যকাল 
কেন যে সেসব বীজ ও বপন 
কুড়িয়ে নাও 
অথচ ততক্ষণে
সুর কিছু দূরান্ত অবধি
টেনে দেয় স্থির পর্দার মতো এক কুয়াশা 
তার ওপাশেই তো সেই প্রেইরি 


প্রদোষ আঁকবে যে মেলানকলি  ! 
প্রদোষ ছাঁকবে যে হরিত অঝোর  !


তারই জল রং তুলি
তারই ঝিল রং আলো
ভেঙে ভেঙে এই কিছু গুটিশুটি অক্ষর
জড়ো করবে কেউ সজলে
খুঁজবে পর্ণমোচী মনের ফলাফল 
ততক্ষণে আহ্ ভাঙা পুঁজির
মাঠ পেরিয়ে 
সুর কিন্তু  টেনে রাখে 


স্থায়ী এক চেরাই অবধি