তলান্ন, এই তরঙ্গপ্রাণ-২২


যেটুকু কল্প, তার অনতিদূরে
ফুটেছে ঝাঁঝরা-কলোনি


দুরু-প্রতিম তোমারও আনচান
ফুটে ওঠে
ঠা ঠা সন্ধেয়


পথ লুটিয়ে রয়েছে একফালি


একফালি বুকের শূন্যে
দ্রুত এসে বিঁধে যায়
দাগের সরণি


সেইরূপ নিঃশব্দে
চাঁদও একঠায় মুড়ে রাখে


আতুর পদশব্দগুলি


আর আঝুড়া সখ্যে
ছিপি খুলে গড়িয়ে আসে


ছলাৎ-ক্ষত...তলানিপ্রাণ..অন্ধসুর


যেটুকু কল্প, তার অনতিদূরে


কবি ও ঈশ্বর
মুখোমুখি --- দুই ফতুর !