তলান্ন, এই তরঙ্গপ্রাণ-১৮


কিছু থাকুক না থাকুক
চোখের ঝাপটার পাশে থেকে যায় আমাদের
জমাটি-মেহফিল


যায় দিন যায় তার ডিম রেখে প্রতিটি দিনই


এছাড়া আমাদের হাতে আর কোনো সহজ বোতাম নেই
যা ভেঙে ঢুকে পড়ব 
স্নেহ প্রাণ দ্বন্দ্বের ভেতরে


পরিন্দাজাত
রক্তে যখন ধীরে ধীরে তরল ফিনকি
ওঠে আর নামে 


উড়ে এসে জুড়ে বসি রাত্রি গড়ানে
যখন জানি
জীবন জীবনই
তখন তার উপুড় কলকল সেও বড়ো


আনন্দযোগিনী !