বসন্ত কি বিদায়ের পথে?
এবার আর পরখ করা হলো না
তোমার রঙিন রূপ ।
কোকিলটা এসেছে নিশ্চয়?
প্রজাপতিরাও ভিড় জমিয়েছে
লাল পলাশের, শিমুলের বনে ।
বসন্তের দখিনা বাতাসে ,
প্রাণ ভরে শ্বাস নেওয়া হলো না এবার ।
উন্মুক্ত প্রকৃতিতে
শুধু মানুষ খাঁচাবন্দি ।
পৃথিবীর অসুখ ভীষণ
জ্বর টাও বাড়ছে হু হু করে।
এই দুর্দিনে আগে বাঁচো ।
সুস্থ হয়ে উঠুক পৃথিবী,
দরজায় খিল থাক্ না হয় এবার।
দক্ষিণ দুয়ারে বসন্ত আবারো আসবে ,
উপভোগ টা তখনই হবে।