হাজারও লাশের মিছিলে
আমিও একদিন
মিশে যাবো হঠাৎই ।
কালিমালিপ্ত যন্ত্রণাময় সকাল গুলি
একদিন ঠিক টের পাবে, পাবেই ।
জানিনা ,
সেদিন ঝরা পাতা আর ঝরবে কিনা ,
হয়তো বা উলটো ।
পিক ও বলেছিল , সে ফিরে আসবে
কিন্তু কথা রাখেনি
এ পথ হয়তবা তারই দেখানো ।
পশ্চিম দিগন্তের রক্তিম গোধূলি
কুহু হীন বসন্তে সেও ধূসর ,
এ যেন দৈত‍্যের পৃথিবী।
গোমরা মুখো বসন্ত দরজায় কেন?
তবে কি সেও দাঁড়াবে
হাজার ও লাশের মিছিলে?
এ পথ আমারও কাছেই বাঁধা।
হয়ত বসন্ত বিদায়ের পিছনেই।