হাজার কারণ
' কিছু না ' এর জন্ম দেয় ।
দিবাস্বপ্নের অলৌকিক মোহ থেকে বেরোতে
মৌন ব্রতই আমার শ্রেষ্ঠ উপায় ।
গোটাতে হল পাততাড়ি মননে ।
রয়ে গেল বীজতলায় ।
রোপন হলো না আর।
কর্ষিত জমির কলঙ্কের চির্
মিশবে না জানি ।
তবুও হা-ভাতা যে,
ফ্যানের নেশায় জুতো ছেঁড়া-ছিঁড়ি ।
কেই বা বোঝে ?
সবাই শুধু আশ্বাসে ভরা হাসি মুখ দিয়ে
অভিনয়ের চরিত্র খোজে ।
হে আমার ভবিষ্যতের অগ্রদূত !
জানি ঢুকবিনা ভাবার্থের মাঝে ।
তবুও রেখে গেলাম
কিছু শব্দের ভান্ডার ।
পতিত সময় হাতে পেলে বুঝে নিস্ ,
মেপে নিস্ গভীরতা খানি ।
দেখিস কবিহীন কবিতার অর্থ
সেদিন মননে গেঁথে যাবে ।
ভুলের মাশুল গুনতে অংক শিখবি আবার ।
চোখের জলে জীবনের অংক !
চাইলেও পারব না ফিরতে সেদিন ,
শান্তনার সুরে ' আমি আছি তো ' ।
স্বর্গীয় আমার তখনও যে মৌন ব্রত।