মন খারাপেরা বার বার
ভিড় করে ,
আমার ঘুন ধরা মনে ।
মৃত্যুর দূত বার বার
টোকা মারে ,
ভেঙে যাওয়া টিনের দরজায় ।
বলে , 'তৈরি হয়ে যা, যেতে হবে' ।
আমি যাওয়ারই অপেক্ষায় ।
অথচ পরক্ষণেই তাদের
অনন্তকালের বিশ্রাম ।
বারবার পুনরাবৃত্তি
আমাকে বিধ্বস্ত করে ।
সাবলীলতায় বুঝতে পারি
ওদেরও রুচিতে বাধে ,
আমায় ছুঁতে ।
অপেক্ষায় প্রহর গুনি ,
আমায় নিতে আমারই মত
আসবে কোন এক মৃত্যুর দূত ।
এ ঘুন ধরা মায়াবী দেহ
এ সংসারেই রেখে যাবো ,
আত্ম বলিদান আমি
সদাই প্রস্তুত।