অপ্রকাশিত ব্যাথারাই
বারবার আঘাত দিয়ে যায়।
ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত ।
জেনেও কেন মোহজালে
জড়িয়ে পড়ি বারবার ?
যারা ঠাট্টা করে
তারাও নিরুত্তর ।
আমিওতো নীরবতায় অভ্যস্ত ।
তবে কেন প্রতিনিয়ত
আশা জাগায় সোয়াস ?
পারলাম না!
অভ্যাসগুলো ছাড়তে আজও পারলাম না !
সৃষ্টির অগ্রদূত দেখলেই
সব ভুলে , সৃষ্টির নেশায়
কখন গোলকধাঁধায় ঢুকে পড়ি ।
মনে থাকে না
বেরোবার রাস্তা আমার অজানা ।
তারপর মোহভঙ্গ হলে
একটা একটা করে ভাঙতে থাকে
বুকের পাঁজর গুলো ।
নদীর মাঝে পিঁপড়ে কামড়ে ধরতে চাই
একখণ্ড পাতা কে ,
কি জানি পতারাও হয়তো
তেমনি কোন আশ্রয় খোঁজে ।
সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হলেই
আশ্রয়হীন আমি টা ছটফট করি
নিঃশ্বাস বন্ধের যন্ত্রণায় ।
সৃষ্টির নেশায় আবারও
নুতনেরে আপন করে ,
ভুলের ব্যকয়াশে
ভেসে যাওয়ার অপেক্ষায়!