সহ্য সহার নাম যদি কষ্ট হয়
উপভোগের নাম বুঝি, এই তো জীবন?
মেয়েটা দশ জনের মতো না,
মধ্য কালে তাই সে কর্মস্থল হতে অব্যাহতি চাইল…
লোকে কত কথাই না বলে, কানে কানে,
দুর্দশা দেখলে, সমাজ সহজেই মানুষের ভিতরে ঢুকে পড়ে,
সেই জন্যে দুঃখ নিবারণের প্রচেষ্টা গুলো থেমে যায়,
বরং প্রচুর সমালোচনা চলে অন্তরালে...
বদনাম থেকে শুরু শেষ পর্যন্ত চরিত্রে এসে থামে,
কিন্তু আশ্চর্য প্রতিদিন কর্ম স্থলে যারা দুর্নাম করত,
আজ তারাই অনেক সুখ্যাতি করল,
কেউ ফুলের তোরা নিয়ে, কেউ বা চোখের জলে,

যাবার আগে একাউন্টসের সকল কাজ সমাধান করে,
যার যা বকেয়া পাওনাগণ্ডা হিসাব দিয়ে থুয়ে,
প্রতিদিনের মতোই মেয়েটা সদর রাস্তা দিয়ে চলে গেল,
বড়বাবু বললেন, গুছিয়ে বললে- মেয়েটা অসফল ছিল,
প্রশ্ন থেকে যায়...  সব অসম্পূর্ণতাই অসফল,  
গুছিয়ে কাজ সম্পাদন মানেই তো সুস্থ সামাজিকতা,
গুছিয়ে যাতে  না করতে পারে, তার নাম ?