উদাসিনী যন্ত্রণার পাকে আবেগ পুঞ্জ আলুথালু
পরেছিল চাওয়া
তামসী সেই আকুলতার দহন দেখেছিলাম তার


মেঘ বাসনা নীরব কোনে ঝরে আঁচর লাগা
ভালবাসার গায়ে
অন্ধকারের ওজন নেমে আসে দুঃখজনক ভার


তোমার দেহে যাকিছু আজ ছিল মাটির তলে
শস্য হয়ে ফলুক
কঠিন বাতাস দুহাত জুড়ে সর্বসহা লজ্জা লুকাই


ক্ষীণায়ু ওই তোমার জীবনপুরে দগ্ধে তাকায়
উপেক্ষিত বসুন্ধরা
এযদি আজ অক্ষমতা তোমার, মর্মে আঘাত পাই ।