শুভমিতা...
আমার সার্টের বোতাম,
খোলাই তো ছিল অর্গল।


তখন দুচোখে ছিল আমার মানবিক উচ্ছ্বাস,
বুকের সীমানাটা বন্ধ করে আমার দুচোখে তুমিই চেয়েছিলে অতল।

তুমি এসেছিলে কাছে সময়ের সাথে সাথে হাওয়ার তরঙ্গে পাল তুলে,
দূরেও গিয়েছো যেচে, যেমন জোয়ারে ভেসে যায় ছায়া-চাঁদ সব চেতনা ভুলে।


দূরে, ঐ সবুজ দ্বীপে আমি এখন স্টিল ফ্রেমে স্থির হয়ে আছি,
উথাল পাথাল ঢেউ, কত স্রোত আসে অপারগতার ব্যথা নিয়ে।


সব কিছু ছুঁয়ে যায় আমাকে সব কিছু বুকে নিয়ে বেঁচে আছি,
তোলপাড় করে নিদারুণ খেলেছ তুমি, অনন্ত আকাশ নীলে।


তবুও কোনো কিছু ছোঁয়নি আমাকে,
বিজয়ের হার খানি দিয়েছি তোমাকে
শুভমিতা।।


----------------------------------------------------------------
এই কবিতাটি আসরের প্রিয় কবি শান্তনু ব্যানার্জ্জী কে উৎসর্গ করলাম। একটি বিশেষ কারনের জন্য আমি কবিতার নামটির পরিবর্তন ঘটালাম। এবং নূতন নাম করণ করলাম শুভমিতা তুমি কুহকিনী।