অন্তর্ঘাত স্রোত বয়ে চলে গৃহস্থ আত্মায়,
ভাটা বালিয়াড়ি তোর আকস্মিক অনাহূত হামাগুড়ি,
ডুবে যাই...
তবুও দিগন্তরেখার নিরূদ্দিষ্ট অবাধ্য ছাত্রের মতো
খুব বেশীদিন না,
কাঁচপোকা ছুঁয়ে যায় চোখের টান তোর কপালে


তারপর থেকেই,
চোয়ান রক্তের বীজ কংক্রিটে- ফাটল ধরায়,
বেড়ে ওঠে গাছটা...
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
কেউ ধড় থেকে শিরনাম কাটার আগেই,
না'হলে শিরায় শিরায় বহমান স্রোতোবহা রক্তধারায়
ভূকম্প নেমে আসবে নির্ঘাত আছড়ে পড়েবে,
তোর ব-দ্বীপে অন্তরালে নির্জনে ।