অনেক নেশা ভুবন জুড়ে,
হরেক খেলা অনেক সূরে।
টাকার নেশা যশের নেশা,
মিলায় নেশা বাড়ায় পেশা।
কোথাও নেশা মদের উপর,
তাসে মজা জূয়ার ভিতর।
যাত্রা দেখা গানের নেশা,
ভূবন দেখা ঘুরে চোষা।
জেতার নেশা খেলার মাঠে,
কেনার নেশা হাওড়া হাটে।
আড্ডা দেওয়া পাড়ার ঠে্কে,
প্রেমের নেশা তোমায় দেখে।
ত্রাণের নেশায় লিডার ঘোরে,
অবাক সৃষ্টি শিল্পি গড়ে।
নেশার জোরে নেশার ঘোরে,
নেশায় বিকাশ বা ধংস করে।
এবার শুধাই নেশা ছাড়া,
চলবে কেমন জীবন ধারা?