কিছুটা পথ অতিক্রম করলে, ইচ্ছা অনিচ্ছায়
পরাগরেণু, গায়ে লেগে যায়                                                                                                                              
আবার সময় মতো বাজারে এসে দাঁড়িয়ে ভ্রুণ কন্যা সনাক্তকরণ!
অর্থই অনর্থ, আচম্বিতে ব্যবসার উঁকি!  
বড় করে বললে,
ভ্রুণে জন্মানো শিশু কন্যা, দুই মাস হতে চার বছরের কন্যা-শিশু থেকে মা পর্যন্ত, সবাই নারী! সবাই সমান !
আমি কি বলব বা তোমারা কি ভাব?
আমার কিছু যায় আসে'না,
আমার বয়েই গেল ...
                                                
নেতারাও রাখেন বড় প্রতিশ্রুতির উপঢৌকন, চেলারা আকৃষ্ঠ ও আবদ্ধ,
কিন্তু নিজের মণিকোঠায় সে তার পিতৃগোত্রজ ঔদার্যের আশ্রয়ে থেকে
সমাজ কল্যানের ছোট বড় অসামাজিকতাকে
আঙ্গুল দেখিয়ে সেই কাজ করে ফেলে,
আবার চেতনার কুলকুচিও করে,
আশ্চর্য ! ভক্তি নদীতেও
প্রচ্ছন্ন প্রীতিকমল প্রস্ফুটিত হয়,            
অর্ঘ ফুলটি হয়ে যায় আশীর্বাদ।                
এ আমার কথা নয়, অনেকের অভিমত,
আড়াল করার, এর চাইতে বড় উপায় আর কি আছে...                                                                    


শুধু এই ভাবেই চলে এসেছে,                  
ক্রমশ্য চলবে...                                         যতদিন রৌদ্র আছে,  
আসবে রাত, নেমে আসবে কালো অন্ধকার ।
এ আমার কথা নয়,                          
যারা নিজেকে আড়াল করেতে চায়,
এই বাজারে প্রতিদিন প্রতিরাতে
তাদের কাম্য-বাজার... আজও মা-বাজার !