কিছু কাগজের বাণ্ডিল এলো, কোথা থেকে এলো?


জানিনা... এবার দেখুন, তাদের ছড়িয়ে দেওয়া হলো মানুষের মাঝে, সাধারণ মধ্যবিত্ত রা পেলে সুখ শান্তি নিজে থেকেই নাকী হেঁটে সংসারে চলে আসে। আর অসাধারণ মধ্যবিত্ত? (ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা সবাই হাঁটছেন বা হামাগুড়ি...)


শেষে এলেন সুবিদিত, কবি তিনি বড় ক্লান্ত, চুল দাঁড়ি ভারে গাল হতে দেহ মিশে যায় ক্লেশে এই পৃথিবীতে, সদ্য নন্দন চত্বর থেকে কিছু রবীন্দ্র আর নজরুল মেরে বেরলেন, যাবেন কলেজ স্ট্রীট কিছু দিতে কিছু নিতে... লেগে আছে কালি, হাত তার খালি, কাঁধে ঝোলে শুধু এক শান্তিনিকেতন (যদি না ঝোলে ব্যাগ কিছুদিন পরে নির্ঘাত ঝুলবে) তার ভিতরে মেডেল কবি প্রশংসা পত্র, বাকি... কিছু প্রয়াস, মাঝে মাঝে তারা, রাতে তারা দেখেন, আবার দিন হলে প্রখর রৌদ্রে দিশেহারা, খালি হাতে মাথায় তুলে ধরে স্বরচিত কবিতার খাতা, এগুলো নাকি কাগুজে কীর্তি !


এই কাগজ গুলো যা গরীবরা পাওয়ার জন্য ঘাম রক্ত ঝরিয়ে ব্যর্থ হয়ে শেষে, লাশ ফেলে দেয় ...


আর ধনীরা? সেই কাগজ দিয়ে প্রশাসন আদালত সমাজ ধর্ম সবাইকে নাচায়।


আশ্চর্য সেই কাগজের নাম নাকী টাকা !
টাকার মূল্য কমে গেলে? নাম হয়ে যায় ডলার!                                                                           ------------------                                                                                                    
@নীল অভিজিৎ