কেমন আছো সুমিতা?  সেই পূর্ণিমাতে,
মনে পড়ে উপরের কবিতা’টা -  হায়,
আবার স্মৃতির  রোমন্থন এই প্রাতে,
মনে পড়ে সেই নিশিরাত আজো ধায়?
ভাঙ্গা ছাদের তলায়  তুমি আর আমি,
পড়ছিলাম কবিতা,  দেখি  চাঁদ ছিল -
পাশে,  কি বুঝলে কবিতার ভাষা তুমি?
কি বললে,  দাও উপহার  তবে ভাল!


এক কিডনিতে কষ্টে  চালাতে পারি’না -
অকেজো যে, অপরটা বেচেছি অভাবে,
জাত তার উঁচু জানি, স্বাদে তাকে চেনা,
হোল পরিচয়   মণিহার কেনা যবে,
শরীর আলিঙ্গনে শীতল মৃত্যু হার,
শোন উঁচু মন রেখো,  চলি সীমাপার।


------------------------------------------------
কবিতাটি আগের দিনের লেখা কেমন আছো স্বপ্নের পাখা'র অংশ মাত্র। লেখাটি পুনরায় সম্পাদন করলাম কারন, এই লেখাটি আমি তখন সনেট রূপে দেখতে চেয়েছিলাম।  লেখাটি উইলিয়াম শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:


কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ


আর আমি এই কবিতাটি আমার প্রিয় কবিবন্ধু প্রণব কুসুম দত্ত কে উৎসর্গ করলাম।