১)
কাম আর প্রেমের অদ্ভুত খেলা চলে
বোঝা কঠিন কে সত্যের চেলা বলে
কামের মুখে আরাম
প্রেমের মুখে  ঘাম
কাম প্রেম যাচাই মনের গ্যাঁড়া কলে


২)
বেদনার সুর
হোক না বেসুর
ভালোবাসায় থাকুক অনল
ভরে থাক স্নিগ্ধ অতল  



---------------------------------------------
এই কবিতাটি আসরের প্রিয় কবি রাবেয়া রাহীম কে উৎসর্গ করলাম।