হারিয়ে গেল অনেক কিছু বিশেষ কিছু পাওয়া,
          বিজয়া আর নববর্ষের চিঠির উত্তর দেওয়া।

পোস্টকার্ডটাও হারিয়ে গেলো চিঠি লেখা ফেলে,
          পিওন এসে দিয়ে যেত খোলা পাতায় মেলে।


একটু গোপন ইনল্যান্ডে একটু বেশী কথা,
          একটু বেশী মুল্য চাইত নীলচে খামের পাতা।


অনেক কথা প্রেমের কথা প্রানের কথা বলা।
          হেসে কেঁদে ইনভেলাপে কথা লিখে ফেলা।


রবীঠাকুরের অনুকরণ নবীন কবি দেখে,
          জন্ম নিলো কত কবি ইনভেলাপে লিখে।


হারিয়ে গেল অনেক কিছু হারাল সেই দিন,
          রঙিন খামে ভরা জীবন ছিল, কত না রঙিন।