একাকী আহত, চোখের জলে তুমি
চেয়েছি আমিও, তোমাকে অসহায়
আমি তো প্রাচীন প্রহরী, তোমার প্রাসাদে
বিনিদ্র বহু রজনী, কেটেছে শিয়রে
চীর আকাঙ্ক্ষিত, আমি তৃষ্ণায়
দৃষ্টি মেলে আছি, তোমার চোখের ধ্যাবড়ানো কাজলে
কখন তোমার দুঃখের দুফোঁটা অশ্রু, গড়াবে
অপেক্ষিত আমি, তৃষ্ণার্ত চাতকের মতো
ডুবুরি হয়ে ডুব দিয়ে, কেউ যদি খোঁজো
ডুবতে ডুবতে পেয়ে যাও, যদি কোন তল
দেখবে আমি, উবু হয়ে বসে আছি
ভারতের ছেঁড়া নীল-নকশার উপর, নেই কোন ব্যাস্ততা
সমুদ্র গভীরে যেন, নিঃশব্দ নীল সমুদ্র তল
নেই কোন, দূর গামী ট্রেন ধরার ব্যস্ততা
শুধু অপেক্ষায় আছি, যদি তুমি দীর্ঘ অপেক্ষা বল
সে অপেক্ষায় জেগে আছি, ব্যাকুল আমার ভালোবাসা
যুগযুগান্ত ধরে অধীর, প্রস্তুত হয়ে
নক্ষত্রপুঞ্জকে একে একে গুনি, হীরক খনির দেশে
মাথার উপরে জ্বলজ্বল, জাজ্বল্যমান জ্বলে
আরও অপেক্ষায়, উচু-মইটা পাওয়ার আশায়
ঘুচাব, পাতাল আর আসমানের ব্যবধান।