ফেলে আসা সময়ের গমক
বাজনা রয়েছে পড়ে
পাশাপাশি এপিটাফ, তরুণদল-
ছিল কালের ঘোরে
এসো তুমি সর্বনাশা এসো
হাতমোছ আদর শরীরে
উর্দ্ধে নক্ষত্র ঝলমল নেমে এসো
মঞ্চ থেকে সুরে বেসুরে
রুপ হোক দীর্ঘ থেকে দীর্ঘতর
চেয়েছিলে প্রিয় শ্রীদেবী
ছলছলে ডুব গভীর তলে
বাথটবে ধরেছে পৃথিবী
পিছনে ঢেউয়ের হাততালি,
নেই কিছু লুকাবার কথা
অধিকার জনতার ধরে মিডিয়া
শিল্পীর গোপনীয়তা
ছড়ানো পালক তেরঙ্গায় মুড়ে
কন্ঠে প্রশ্নমালা
উজান বেয়ে ওপার যে-নিয়ে যায় যাক
এবার আগুন জ্বালা