লিপস্টিক দিয়ে তীব্র নিকোটিন লেপা,
না কোন জ্যামিতিক বিশ্লেষণ নেই,
ততক্ষণে রাঙ্গামামিমার সুর কলঘর হতে--
পাশের ব্যালকনি ছুঁয়ে গ্যালাক্সি পৌঁছে গেছে,
পর্যায়কাল এবং কম্পাঙকের সম্পর্ক,
ব্যস্তানুপাতিক গাণিতিক বিশ্লেষণ করাই বৃথা,
পরস্পারিক উল্লাস !
মাটির ভাঁড়ে সোমরস পানের মতো স্বাদিষ্ঠ,
ফালতু চিন্তা গুলোর অযথা কামড়,
মুখোশের ভিতরে কিছু স্মৃতির আপতন কোণ সমান সংকট কোণের কিছু সংজ্ঞা পরে আছে,
তখনও দাউদাউ করে জ্বলছিল শহরের উপর তল,
অথচ নিরো বাঁশি বাজাচ্ছিল ।