কবি তোমার কি অবস্থান,
তুমি নাকী থাক অনাথের মাঝে?
শুষে নাও উঁচু থেকে নিঁচু
যে কোন তৃষ্ণার জল
সকলের একান্ত প্রাঙ্গল
ঘটে থাকে  
                                                                          
দালান হতে খিলানে
বাচ্চা হতে বুড়ি
বিড়বিড়িয়ে বলে ছিলে
সবাই যেন বাঁচে
উল্কামুখী আগুনের আঁচে
ঘটে থাকে
                                                                                  
এ উল্কা স্তূপ হয়ে
আধখোলা দরজা দিয়ে
চেপে ধরে এদিকওদিক থেকে
বন্ধ হয়ে আসে নিশ্বাস
জলজ্যান্ত খবরে যাচে বিশ্বাস
ঘটে থাকে
                                                                            
তুমি নাকী ভুলে যেতে পার
ক্ষমতাশীর্ষ জপের ইহজগৎ
তবুও দেখতে চাও, চমৎকার?
কৃমিকীট ভোগের জীবন
শরীর মন জরিপে সন্দেহভাজন    
ঘটে থাকে
---------------------
@নীল অভিজিৎ