বইত সমীর মৃদুমন্দ
পাখীদের ডানায়
দুলত গাছের পাতায় পাতায়
কানায় কানায়
সমুদ্দুরে উঠত সমীর
বাষ্প লয়ে মেখে
এমনি ছিল গতিবিধি
সফিন ফেনায় হেঁকে
সেই সমীর আজ হাঁপিয়ে গেল
পাহাড় চূড়া গিয়ে
চরতে গিয়ে জয়ের সীমা
পিছলে গেল পা'য়ে
শূন্যতলে ধাইছে এখন
পূর্ণতার খোঁজে
ভিন্ন হতে ভিন্নার্থক
দূষণ কণার ভাঁজে