বক বললো কাক কে"ভাই তোর গায়ের  রং টা কত কালো!
আর আমার সাদা রং কত ভালো"
কাক হেসে বললো " ভাই মানুষের সামান্য হলেও  কাজে লাগে আমাকে ...
আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার করি বলে মানুষ আমায়
ঝাড়ুদার পাখি বলে ডাকে।
আমার ডাক কর্কশ হলেও মানুষ সেই ডাক শুনে জাগে......
এবার বল ভাই তোকে মানুষের কোনো কাজে কি লাগে?"
এই প্রশ্নের জবাব বক দিতে নাহি পারে....
শেষে তাই কাক আবার বলে তারে...
"তাই বলি কি আমি শোন ভাই...
রং নয় মনটাই আসলে সাদা হওয়া চাই"।