জীবন কাটে একঘেয়েমি
বাস্তবতা ভয়াল,
যতই তুমি কুকুর বল,
আমি কিন্তু লয়াল।
তোমার জন্য পাহারা দেবো,
চোরের উৎপাতে,
যখন তুমি পরকীয়া
ব্যাংকক স্যাণ্ডবাথে।
বন্ধ ঘরে কান্না কারুর,
সুখের সুড়সুড়ি,
সেটাই দেখব মুখটা বুজে,
আমার  মজবুরি।
বউ পিটিয়ে ক্লান্ত যখন
রাত্রে নেশার ঘোরে,
খারাপ ভালো সর্বসময়
থাকবো তোমার ফর-এ।


তোমার কাছে মারও খাবো,
তবুও চাটবো পা,
শুধু, ‘মানুষ’ বলে খিস্তি দিলে,
আমিও ছাড়বো না।