বইয়ের পাতায় দেখছি তোমায়,
ঈশ্বর তুমি যেন,
ওরা তোমায় মিছিমিছি,
রেপিস্ট বলে কেন?


পুলিসগুলো মানলই না
তুমিই আসলে ভিকটিম,
বলল তোমার ডিভাইন-নতা
সবটাই নাকি কৃত্রিম?


তুমি তো পরম পূজোনীয়,
কি ভিড় তোমার স্টলে,
(কিছু) না জেনেই চেঁচাল সবাই
‘রেপ করেছ’ বলে।


আমি তো ছোট, থ্রি-তে পড়ি,
ভক্তি করি হেবি,
যখন দেখি রামকৃষ্ণ-র
পাশেই তোমার ছবি।


(আজকে আবার একটা খবরের অংশ তুলে দিলাম। এটা কোন নতুন স্টাইল নয়। মনে হল, খবরটা না পড়লে অনেকে কবিতাটা ঠিক ধরতে নাও পারতে পারেন। এটা OUTLOOK –এর খবর। খবরটা পড়ে ভীষণ হেসেছি। হাসতে হাসতে চোখে জল এসে গেছে। কেন? তা তো ঠিক বলতে পারবো না। তবে খবরটা বেশ। দেখুন।  


‘Rape accused self-styled god man Asaram features in a chapter on saints in a Class III textbook in the district, sharing space with Vivekananda, Mother Teresa and Ramakrishna Paramhans.
The chapter also has pictures of Guru Nanak, Kabir, Meerabai and Shankaracharya and the children have been asked to identify them including Asaram, who is in a Jodhpur jail after being arrested in a rape case.   -PTI


NB: যারা ওনাকে মানেন, ভক্তি করেন অথবা তথাকথিত ‘GOD MAN’ বলেন, আমি তাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ।
ভালো থাকবেন।
কবিতাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ। )