কাটা মুণ্ডু                    ধার তলোয়ার,
আর পথ নেই               ফিরে পালাবার।
আমি আকবর               তুমি হিংলাজ,
ঐ লাট খায়                 চেনা রংবাজ।
ফাঁকা ট্রামটা                গাছ বাবলা,
তুমি শত্রু                    আমি ভাবলাম।
ঐ ইতিহাস                  শুধু খুন চায়,
একা প্রজাপতি              ফাঁকা গির্জায়।
ঘরে চাল নেই               খালি ডেকচি,
জাল রক্ত                    শুঁকে দেখছি।
তুমি ভুলেছো               যত পাপবোধ,
আজ রাক্ষস                 কাল ভাববো ।।


(কবিতাটা অনেক দিন আগের লেখা। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে। আপাতত নতুন কিছু লিখিনি। একটু ব্যস্ত আছি চীন দেশের কবিতার অনুবাদ নিয়ে। বেশ কিছুদিন লেখা দেওয়া হয়নি বলে এটা পোস্ট করলাম।)