পয়সা কড়ি ছিল না তেমন,
ঐ কষ্টে শিষ্টে চলত,
মাথায় একটু পোবলেমও ছিল
ঘুষ খাবে না বলত।


বাসে ট্রামে জার্নি করত,
হাজার লোকের সাথে,
মূর্খ বলেই মস্তি নেয় নি
সেই ভিড়ের অজুহাতে।


তার উপরে আরও আছে,
ধীরে সুস্থে শোন,
বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে মা-কে
ঘরে রাখত সারাক্ষণ।


এই তো সেদিন ভোটের পরে
পালটে নিলাম রঙ,
শালার নাকি নীতিতে বাঁধে,
তাই প্রমোশনটাও কম।


ভাবছি রাখবো ডেড বডিটা
মিউজিয়ামের তাকে
লিখব “বদ্ধ পাগল ছিল,”
এই ব্যাটার এপিটাফে।