শেষ গুলিটা নিজের জন্য রেখো।
শেষ দিকটা সত্যি ভীষণ ফিকে।
দুটো মানুষ,
দুটো ঘর,
দুটো দেশ।
এক এক করে দুটোই তখন শেষ।
নীল সাগরে ধরেছে লালচে আভা,  
পথের ধারে স্তুপাকৃত আমি।
তখন সবই ভীষণ ভীষণ নিথর,
ভীষণ রকম শান্ত চরাচর ।
শবের মাঝে দাঁড়িয়ে তুমি একা,
শেষ গুলিটা রিলোড করে হাতে।


ফাঁকা ঘরদোর, ফাঁকা ব্যারিকেড, রাস্তা,
আমার ব্যারাক, তোমার ব্যারাকও শূন্য।
ভাই, বোন, স্ত্রী, বন্ধু শুধুই লাশ,
তখন বন্ধু শুধু,
গুলি ভরা পিস্তল।
মরতে মরতে সবাই এখন শেষ,
তুমিই এখন পৃথিবীর অধিপতি,
কিন্তু, এ কি ?
তুমি একাই তো আছো বেঁচে ।
প্রজা ছাড়া কি আর রাজা হওয়া যায় ?
তাই,
শেষ গুলিটা নিজের জন্য রেখো ।।