১) প্রেমের কবিতা


স্বপ্ন চলে ভেসে,
আবার তোমায় চেয়ে ফেলি
                    পুরানো অভ্যেসে।


পায়ের তলায় ঘাস,
এসেছি ফেলে সেখানে আমার
                    প্রথম সর্বনাশ।


স্নিগ্ধ আকাশ নীল,
তোমার পদচিহ্ন রেখেছে
                    সাজানো এপ্রিল।


(দুটো) স্বপ্ন তুলে আনি,
তাতেও দেখি অহরহ
                    প্রেমের চোখরাঙানি।


ভেসেছি জলের সুরে,
তোমার বাড়ির রাস্তা এখনও
                    আলোকবর্ষ দূরে।


চোখের কোনায় জল,
তোমার কাছে এগিয়ে যাওয়ার
                    সেটাই সম্বল।


আকাশ ভরা চিলে,
মন থেকে বল এরকম প্রেম
                   সত্যিই চেয়েছিলে?


(শুধু) কবিতাই দিতে পারি,
তুমি ভেবে বল, চলে যাওয়াটা কি
                    এতটাই দরকারি?



২) অপ্রেমের কবিতা


প্রেম ফিরে যেতে চায়,
জানলায় বসে ঘেন্না জমাই
                    তোমার অপেক্ষায়।


নোংরা হওয়া নাম,
ভালোবাসা বলে আবর্জনা
                    কাটিয়ে চলে ট্রাম।


কিছু গোপন কথা বলি,
ব্যর্থ আমি খুঁজে খুঁজে আজ
                    প্রেমের কানাগলি।


চলে নর্দমাতে চাঁদ,
তোমার পিছনে ছুটতে নারাজ
                    পুরানো উন্মাদ।


(আমার) প্রেমের মৃত্যু হয়,
মেনে নিতে শেখো এটা শুধুই
                    তোমার পরাজয়।