খোকা যখন ছোট্ট ছিল
গল্প শেষে হামি দিতো,
অবাকপানে প্রশ্ন আমায়,
"কোথায় মাগো, রূপকথার সেই দেশ?"
মিষ্টি হেসে বলতাম আমি,
অনেক দূরে,ঈগল পাখির ডানায় চড়ে,
হাজার পাহাড় টপকে গেলে
দেখতে পাবি, স্বপ্নশহর,
যেথায় আছে সেই রাজপ্রাসাদ...
উৎসাহে খোকা থামিয়ে দিতো,
আমিও যাবো,আমিও যাবো
তোমায় নিয়ে উড়েই যাবো,
দেখবে তুমি অনেক মজা
সঙ্গে নেবো টাটকা গজা |
একদিন খোকা বড় হলো,
চাকরি পেয়ে,উড়েও গেলো
রূপকথার সেই দেশে,
রইলাম শুধু একলা আমি
সফেদ পক্ক কেশে |
যাবার বেলা খুব কাঁদলাম,
নিলোনা তবু প্লেনে
হাতটা নেড়ে বললো শুধু ,
"খোঁজ নিও তুমি ফোনে" |
কাজের চাপে ফোন আসেনা
বলে হেথায় অনেক শ্রম,
আমার ঠিকানা আজ
অচেনা,অজানা, বৃদ্ধাশ্রম |
দিন-প্রতিদিন মনের মৃত্যু
ভেঙে গেছে স্বপ্ন,বিশ্বাস,
তবুও ভাবছি, আসবে খোকা
পড়বে যেদিন শেষ নিশ্বাস |