বিপ্লব তুমি কোথায় থাকো?
বিপ্লবীর ওই বুকের মাঝে,
নাকি তুমি শুধুই বাঁচো,
গরিবের ওই বন্ধু সেজে |


দাবি আদায়ের স্বপ্ন জুড়ে,
ক্ষত দেহে চাদর মুড়ে
লড়াই চালাও, সবাই হুঁশিয়ার,
মিছিল তোমায় সাহস যোগায়
লোকবল হাতিয়ার |


দিন প্রতিদিন বাড়ছে শোষণ,
মরছে শ্রমিক, চলছে তোষণ
বিপ্লব তুমি হাতটা ধরো,
পায়ে পায়ে এগিয়ে চলো,
রক্তে ভেজা জামাটি তুলে
দেখাও তোমার নিশান |
সংঘবদ্ধ শ্রেণীসংগ্রাম,
লাঠি হাতে মাঠে কৃষান |


অধিকার নিয়ে লড়াই জারি
শত্রুরা পথে পাতবে আঁড়ি,
সতর্ক হও,হবে বুদ্ধির জয়
গড়ে উঠুক ধর্মঘট,পাক আজ ওরা ভয় |


বিপ্লব তুমি নীল না কালো?
অন্ধের চোখে জ্বালিও আলো
শ্রমিক,কৃষক বাঁচুক শান্তি মনে,
বিপ্লব তুমি জলটা মুছো,সবার চোখের কোণে |


বিপ্লব কোনো উপঢৌকন কখনো আশা করেনা,
জ্বলন্ত সময়ে, নাইটপার্টিতে প্রবেশদি তার ঘটেনা |
অত্যাচারীর কথা ইতিহাস,সুখের পাতায় লিখবে না
বিপ্লবের ওই চিতার আগুন,ভবিষ্যতেও নিভবে না |