শীতের আগমনে,সোয়েটারে পড়েছে টান,
গলার মাফলারে বদ্ধ সবার কান।
বিষবাষ্পে ঢাকা আজ আমার শহর,
সব চিন্তা ছেড়ে তবুও ঘুরে বেড়ানোর বহর।
কেউ যাচ্ছে ভিক্টোরিয়া ,কেউবা আলিপুর,
শীতের আমেজ গায়ে নিয়ে,সবার মন ভরপুর।
বনভোজন আর আড্ডায় মিলেছে অলীক সুখ
শ্বাসরোগে কাতড়ায় যে রোগী,
তুমি একবার কি দেখেছ তার মুখ?
ভাবছো তুমি,আমিতো সুস্থ,
আমিতো ভীষণ ফিট্
দুদিন পরে তোমারও জুটবে,
অক্সিজেনের কিট্।