মহালয়া থেকে প্রহর শুরু,
রেডিও জুড়ে চন্ডীপাঠ |
কাশফুলের ওই স্নিগ্ধ্য শরতে,
দূর্গা মায়ের আগমনী ডাক |
ষষ্ঠীতে মাগো তোমার বোধন,
পুজো-প্যান্ডেল সরগরম,
আলোয় আলোয়,নতুন পোশাকে,
বাঙালীর চিত্ত্যে দেবীর আগমন |
সপ্তমী প্রভাতে নবপত্রিকা স্নান,
পুরোহিতের শুরু মন্ত্রপাঠ,
গল্প, আড্ডায়, ভিড়ের ঠেলায়
মণ্ডপ আজ জমজমাট |
লাল পাড় শাড়ী,পাঞ্জাবীতে
অষ্টমীর হলো শুভ-যাত্রা,
ফুল,বেলপাতা হাতে পুষ্পাঞ্জলি,
সুপ্রভাতে সমন্বয় বার্তা |
ভোগের থালা,সন্ধি পুজো
সবাই আজ বেজায় খুশি,
মা মেলালেন ধর্ম-বর্ণ,
জাত-পাত ভুলে অট্টোহাসি |  
রাতের শেষে নবমীর,শুভ-আগমন
হৈ-চৈ আর চেঁচামেচি,জনসমাগম |
মণ্ডপ জুড়ে মানুষের উপচে পড়া ভিড়,
আগামীকালের কথা ভাবতেই,
মনের কোণে ঈষৎ চিড় |
রাতটা হলো হটাৎ শেষ,কাটলো ঢাকের তাল,
আঘাত হানলো দশমী,আগমনী সুর বেতাল |
লাল সিঁদুরে রাঙলো নারী,শোকভরা সব চোখের কোণ
মনখারাপের অর্থ আজ,দেবী দুর্গার বিসর্জন |