গঙ্গার পাড়ে পড়েছিলাম আমি
অবহেলিত হয়ে পড়ে,
কুমোর ঘরে তুলতো এনে
সযত্নে মাথায় করে |
পেলাম আমি নবজন্ম  
আকৃতি, পরিচয়
আমি একটি চায়ের ভাঁড়
আজ আমি অবহেলিত নয় |
মানুষ তোমায় জানাই সেলাম
চাক্ষুস ভগবান,
পড়ে থাকা কোনো গঙ্গামাটি
আজ ফিরে পেলো প্রাণ |
মানুষ তাদের ঠোঁটের ছোঁয়া
আমার গায়ে ঠেকায়,
অদ্ভুত এক অনুভূতি
মনের মধ্যে জাগায় |
চা খাওয়া সম্পন্ন হলে
ফুরালো প্রয়োজন,
আছাড় ফেলে ছুড়ে ফেললো,
ভাঙলো হৃদয়,মন |
একদিন আমি এসেছিলাম
মাথার ওপর চড়ে,
ভাঙলো শরীর,পিষলো মন
জুতোর তলে চেপে |
মানবজাতি বড়ই বেরঙিন
পেলাম পরিচয়,
দরকার ফুরোলেই ডাস্টবিনে ছোড়ে
ভালোবাসা শুধুই অভিনয় |