সেই কবে থেকে
শহুরে রাজপথ দিয়ে,
কখনো বড় রাস্তা
কখনোবা অলি-গলি বেয়ে,
পথ চলেছি আমি,
আমি একটি ট্রাম,জানেন অন্তর্যামী |

হয়তো আমি চলেই যাবো,
এই শহর থেকে |
আর পাবেনা কোনোদিনও
আমায় ডেকে ডেকে |

হয়তো কোনো সংগ্রহশালায়
হবে আমার বাস,
যুবসমাজ দেখবে আমায়
স্মৃতিমেদুর অতীত আভাস |

আমার এই আত্মা তাতে
পরম শান্তি পাবে,
আমি বিনা এই শহরটা
অপূর্ণ কি রবে?

সময় আসলে যেতেই হবে
জীবন ক্ষণস্থায়ী,
আমার স্মৃতি বুকে রেখো
অতীত চিরস্থায়ী |

শহুরে সমাজ খুঁজে পাবে
আমার মধুর সুবাস |
আমার কথা পড়লে মনে,
ছেড়ো দীর্ঘশ্বাস |