দীপাবলির আকাশে দেখো হাজার ফানুস ওড়ে,
আগুনের ওই লেলিহান শিখায়,সলতেগুলো পোড়ে |
নানারঙের ফানুস দেখে সকলে আমরা খুশি,
ফানুস বিক্রীর টাকা হাতে,মদনের মুখে হাসি |
আজ দুবেলা খেতে পাবো, চোখটা ছলছল,
আলোয় আলোয় রাঙায়িত, শহুরে শপিংমল |
মদনের ছেলে তাকিয়ে আছে আতশবাজির দিকে,
রংমশালের বারুদ শেষে, মনটা হলো ফিকে |
ক্ষনিকের আলো আঁধার নামায়,টাকাগুলো যেন পোড়ে,
স্বপ্নে খোকার শুধুই ফানুস,খিদেগুলো গেলো মোরে |
মিথ্যার ফানুস,নেতারা ওড়ায়, সলতে লাগেনা তাতে,
গরিবের টাকা কিভাবে লুঠবো, বরাদ্দ বিভিন্ন খাতে |
অবুঝ খোকা প্রশ্ন করে,কোনটা ভালো ফানুস?
মদন শুধু উত্তরে বলে,"আমরা শোষিত মানুষ" |