ও- ফেরিওয়ালা,
মাথায় নিয়ে বিশাল ঝাঁকা,
পথটা যে ওই সুদূর বাঁকা,
চললে কোথা?
পিচগলা এই,প্রখর সূর্য তেজে,
আওয়াজ ভাসে- বিক্রি হলেই,
নুন, ভাত জুটবে খাবার থালে সেজে |


ফেরিওয়ালা তুমি একটু জিরোও,
খাওগো একটু জল |
পথচলা বাকি অনেক এখনো,
সামনে পাবেনা কল |


জামা ভিজে পুরো ন্যাতা হয়ে গেছে,
ঘামছো অনর্গল |
উত্তরে ভাসে- ছয় মাস যাবৎ
বন্ধ আমার কল |

ফেরিওয়ালা তুমি স্বপ্ন বেচলে
কিনতাম কিছু আমি,
কথা না বাড়িয়ে হাঁটা দিলো কাকা,
জীবন অনেক দামী |