সকাল আটটায় ভোঁ ভোঁ সাইরেন,
শুরু কর্মজীবন,
ঢুকতে একটু লেট,হাজিরার খাতায়  
পড়েছে লাল কালির দাগ,
পায়ের যন্ত্রণার কষ্ট গুলো,
মনের অন্তরেই থাক |


মেশিনেগুলো সচল করা,
ঘাম ঝরানো ও শক্তিক্ষয়,
ছড়ি শুধু তুমিই ঘোরাবে
এ কেমন করে হয়?


আমার শ্রমে দিন-প্রতিদিন
বর্ধিত হয় তোমার সঞ্চয়,
লাভটা শুধু তুমি নেবে
এ কেমন করে হয়?


দাবি আদায়ের জন্য যখন
শ্রমিকশ্রেণী মিছিলময়,
ছাঁটাইয়ের তুমি হুমকি দেবে
এ কেমন করে হয়?


পুজোর মুখে খবর এলো  
শ্রমিকসমাজের আন্দোলনজয়,
কারখানার দরজায় লকআউট নোটিশ
এ কেমন করে হয়?


একটা কথা মনে রাখিস
ধ্বংস আমার চূড়ান্ত নয়,
হিরোশিমার পাশে তাকালে
নাগাসাকিকেই দেখা যায় |