হে মহাবিপ্লবী ,
মহান তুমি,মহান তোমার কীর্তি
স্বদেশচিত্তে নবজীবন সঞ্চারে তুমি সর্বদা ব্রতী,
অরণ্যে তুমি সাজালে সৈন্য,
জাতিভেদ ছিলোনা,হিন্দু না জৈন্য
দেখালে তুমি স্বাধীনতার মানে
সাহস জাগালে ভারতীয় প্রাণে,
চোখে চোখ রেখে ব্রিটিশ ধমক
বোস বাড়ি থেকে পলায়ন চমক,
সুদীর্ঘ ইতিহাস,
আজাদির ডাক আজও সবার কানে
কেন চলে গেলে তুমি অন্তর্ধানে,
জানিনা,তুমি কোথায়?
জীবিত না মৃত
উন্মোচিত হয়নি কোন সরকারি তথ্য
তবুও,
হাজার বছর পেরোলেও, তুমি দেশনায়ক |
এখনো সমাজে কলঙ্ক নামলে
সকলে অনুভব করে তোমার অনুপস্থিতি,
টাকার নোটে না হয় গান্ধীজি থাক,
কোটি ভারতবাসীর বুকে,আজও তোমারি উজ্জ্বল উপস্থিতি |