নামি দামি ডিগ্রী,শিক্ষিত,সচেতন
কর্মক্ষেত্রে অলসতা,মুখে শুধুই বচন |
বিকেল হলে দৌড়, প্রাইভেট টিউশন,
আড্ডার ফাঁকে রসিক গল্প,নোটের জয়গান |
পাইয়ে দেওয়ার রাজনীতি, নাম্বারের আগমন
অর্থ উপার্জনের আশায় উজ্জ্বল হয় নয়ন |
মুখস্তের দৌড়ে শিশু,হারাচ্ছে তার জ্ঞান,
রকমারি সব উত্তর শুনে সমাজ অজ্ঞান |
ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, কলমের কালি
ভাবনার ক্যানভাস, পুরোটাই খালি,
নিয়মের নাগপাশে, আটক এই সমাজ,
শিক্ষ্যার মাপকাঠি, পুরোটাই পরিহাস |