প্রতিবাদ মানে শূন্য থেকে
নতুন করে শুরু,
প্রতিবাদ মানে দালালস্ট্রিতে
বুকটা দুরুদুরু |
প্রতিবাদ মানে লুম্পেনদের
ভাগ্য বিপর্যয়,
না খাওয়াদের অন্ন জোগাড়,
সব পাওয়াদের ক্ষয় |
প্রতিবাদ মানে জাত-পাত ভুলে
সব বর্ণের মেশা,
প্রতিবাদ মানে আন্দোলনের
নতুন পথের দিশা |
প্রতিবাদ মানে সাগর হতে
পর্বত হিমাচল,
ঐক্যবদ্ধ শ্রেণীসংগ্রাম
যুদ্ধে অবিচল |
প্রতিবাদ মানে মায়ের কোলটা
হয়ে যেতে পারে ফাঁকা,
লালসাভরা রক্তচক্ষুকে তবুও
সম্পূর্ণ সরিয়ে রাখা |
প্রতিবাদ মানে ন্যায়-নীতিবোধকে
এগিয়ে নিয়ে চলা,
পদহেলিতদের নিভৃত বাণীকে
চিৎকার করে বলা |
প্রতিবাদ ছাড়া, ওহে সমাজ
আর কোনো নেই পথ,
প্রতিবাদীকে সন্মান জানানোর
এটাই একমাত্র শপথ |
প্রতিবাদ মানে ভারতবর্ষের
নতুন ইতিহাস,
প্রতিবাদ মানে যুদ্ধ জয়ের
সংগ্রামী ক্যানভাস |