কখনো হাতে টেনে,কখনো প্যাডেল করে,
মানবজীবনকে গতিশীল রেখেছি আমি,
আমার পরিচয়,আমি একজন রিক্সাওয়ালা |
রোদে পুড়ে, বর্ষায় ভিজে,
সংসারে জোগাই দুই মুঠো চাল,
ভাড়া না পেলে,হাঁড়িতে চড়বেনা ডাল |
সমাজে আমি নিরক্ষর,নিচু জাতি,
কথায়,কথায় ভেসে আসে হরেক গালি,
ন্যূনতম পারিশ্রমিক চাইলেও,চলে দরাদরি,
বর্তমানে টোটো-অটো দাপট,আমরা সংখ্যালঘু |
বাবুরা ভুলে গেছে এতকাল আমরাই
পৌঁছে দিয়েছি তাদের স্টেশন |
"তাড়াতাড়ি চল, ট্রেন পাবনা",
চেষ্টা করেছি কর্তব্য পালনের,
সবশেষে এখন শুনতে হয়,
"তোদের তেল বেড়ে গেছিলো,দ্যাখ কেমন লাগে"
কষ্ট হয়, বুকটা ভেঙে যায় |
খোকার মুখটা দেখে তবুও বলি,
"বাবু যাবেন? রিক্সাটা আনবো?"
চোখে দুই মুঠো চালের আশা,
জবাব ভেসে আসে, "তুই বসে থাক"
আজও বুঝিনি এ কোন সাক্ষর, শিক্ষিত ভাষা |