গ্রাম-বাংলা আজি উৎসবহারা
চতুর্দিকে নিরন্ন অশ্রুধারা,
থমকে গেছে পাখির কলরব
ফুলেরা হয়েছে সুবাসহারা।
খোলা আকাশে ব্যর্থ জীবন
দিন-রাত শুধু কাটাচ্ছি,
ঘরের পানি,চোখের পানি
লাশগুলি ভেলায় ভাসাচ্ছি।
জলধারায় প্লাবিত জীবন
রাস্তার পিচ অন্বেষণ,
রাজনৈতিক নেতারা যদিও
করছে শুধুই কলতান।
“ডিজিটাল ডিজিটাল”,উঠছে সুরের টান
বাংলা মা পায়না সময়ে যথোপযুক্ত এাণ।