অচেনা কক্ষ পথে উড়ে বেড়ানো বোকা কোন পাখি
স্বপ্নের অকালে স্বপ্ন দেখার ছলে
পুরনো ঘরে ফেরার কথা
অলস সময়ের পাড়ে বসে ভাবে।


খুব সকালে মৌন বিকেলে
সন্ধ্যা রাতে বা রাত দুপুরে
ফেরা হল না আর ঘরে
পুরোনো নেশার মায়ায়।


অদ্ভুত আঁধারে পঙ্কিলতার গ্লানি ভুলে
পুরনো চেনাজানা পথ গুলো যায় সরে
স্মৃতির হাত ধরে রূপকের কলমের কালিতে
লিখা হয় অজস্র অপ্রকাশিত কবিতা।


আলোকিত কান্না আসে চোখে
দু ফোঁটা বেদনা ছিটকে পড়ে কবিতায়
উদাসীন বিষাদ পাখি উড়ে যায় ফেরার আশায়
কিন্তু আলোকিত আত্মায় ফিরে আসা হয় না।


অভিমান সজোরে আঁকড়ে ধরে
আর শূন্যতায় ঘিরে ধরে চারিপাশ
আড়ষ্ট হয়ে আসে পাখির দুটি পাখনা
গভীর মূর্ছনায় পড়ে যায় পাখি।


মেঘে ঢাকা আকাশে মেঘ সরিয়ে সূর্য হাসে
বিষন্নতা দূরে ঠেলে আলোকে আঁকড়ে ধরে
তবুও পাখি ফিরে জিতে চায়...
এই শহরে ! আমার শহরে ! তোমাদের শহরে !


বোকা পাখি !
২০ ফেব্রুয়ারি ২০২০