আমার ছিল না কোন স্বপ্ন
আমার ছিল না কোন ভালোবাসা
কেউ ছিল নাহ হাতটি ধরার মত !


চারিপাশে কালো ঘন মেঘের ছায়ায় ঘেরা ছিল
আমার ছোট্ট জীবন !
একাকী হেঁটে যাওয়া ই ছিল আমার অভ্যাস !


হঠাৎ কেউ একজন এলো
আলতো করে ছুঁয়ে দিয়ে গেলো আমায়
মনে হচ্ছে এ যেন এক নতুন আলোর হাতছানি !


হাঁটতে চাইল আমার সাথে
আলতো করে একটি নরম হাতে ধরে নিলো আমার হাত
মনে হল শরতের ঠাণ্ডা বাতাস বয়ে গেল আমার পুরোটা জুড়ে !


আবার আসলো আমায় ভালবাসতে
চাইল আমার একাকী পথের সঙ্গী হতে !


তারপর কিছু দিন কেটে যায়
আমি নতুন জীবন নিয়ে ভাবি
নতুন নতুন স্বপ্ন দেখা শুরু করি
নতুন করে স্বপ্ন দেখে বাঁচতে চাই মেয়েটির হাত ধরে
নতুন আলোয় আলোকিত হয় আমার জীবন !


তারপর হঠাৎ এলো এক কালো মেঘের ছায়া আর দমকা হাওয়া
সাথে নিয়ে এলো ঘন কালো অন্ধকার ঘেরা আঁধার
আর ভেঙে চুড়ে দিয়ে গেলো আমার সকল রঙ্গিন স্বপ্ন !


মেয়েটি চলে যায় আমায় একা ফেলে........ !
রঙ্গিন স্বপ্ন ভেঙে একাকার......!


আঁধার..
ঘন কালো আঁধার যেন ঘিরে ধরে আমায়,
এভাবেই জীবন কেটে যায়...!


মানুষ আসে,
স্বপ্ন দেখায়,
আর ভেঙে গুড়ে দিয়ে চলে যায় ...!


আর এভাবেই একা পড়ে থাকি আমি আমার অন্ধকার ঘেরা জীবনে
একা হেঁটে বেড়াই আমার একাকী পুরনো রাস্তায়
যেখানে ছেড়া আকাশ বিরাজমান !


আর অপেক্ষায় থাকি নতুন সূর্যের !