ওই যে বীনা বাজে
ওই যে শংখ বাজে
ওই যে আযানের মধুর ধ্বনি
কানে ধেয়ে আসে।


সন্ধ্যা ঘনিয়ে রাতের শুরু
স্টেডিয়াম আর এলইডি লাইট
দেখো আলোয় আলোকিত
আমার ঢাকা শহর।


আকাশ ছেয়েছে তারারা
দেখো হাওয়ারা ছুটছে
সাথে ছুটছে পুরনো রিক্সা
পুলিশের গাড়ি, মানুষ খেকো বাসেরা।


চারিপাশে আজকের অবসরের দরুন আড্ডা
শুক্রবার যেন আনন্দের বার্তা নিয়ে আসে।।
এসব কিছুই বৃথা যদি জীবনে
তোমার অনুপস্থিত বিরাজমান হয়।।


।।সময়।।
সময়ঃ সন্ধ্যা ৭
স্থান কমলাপুর রেলস্টেশন।